Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

আমাদের অর্জন সমূহঃ

উপজেলা শিক্ষা অফিস, গোসাইরহাট, শরীয়তপুর  কর্তৃক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ সহ মাল্টিমিডিয়া ক্লাশরুম ব্যবহার নিশ্চিতকরণ  ও  শিক্ষক কর্মচারীদের এমপিও-ভূক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে । বিগত ২০১৬-১৭,২০১৭-১৮ ও ২০১৮-২০১৯ অর্থ বছরে 284 জন শিক্ষককে কারিকুলাম বাস্তাবায়ন, পিবিএম বাস্তবায়ন, জিওবি  প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন ও হাতে কলমে বিজ্ঞান শিক্ষা উপর প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য জেলায় প্রেরণ করা হয়েছে । মাধ্যমিক  বিদ্যালয়ের (৬ষ্ঠ থেকে ৯ম)  ও  মাদ্রাসার ( ইবতেদায়ী ১ম থেকে দাখিল ৯ম) ২০১৭ সালে  11357 জন শিক্ষার্থী , ২০১৮ সালে 12227 জন শিক্ষার্থী এবং ২০১৯ সালে 13221 জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক  বিতরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক ২০১৬সালে 22 টি শিক্ষা প্রতিষ্ঠানে  135 বার, ২০১৭  সালে 22 টি শিক্ষা প্রতিষ্ঠানে 125 বার , ২০১৮ সালে 2২ টি শিক্ষা প্রতিষ্ঠানে  140 বার পরিদর্শন এবং শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম তদারকী করা হয়েছে । 40 জন শিক্ষক ও কর্মচারীর এমপিও সংক্রান্ত আবেদন যথাযথ কর্তৃপক্ষের বরাবরে অগ্রায়ন করা হয়েছে ।  শিক্ষা ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের প্রসারে সহায়তা করাসহ  06 টি  শিক্ষা প্রতিষ্ঠানে  সামগ্রী বিতরণসহ মাল্টিমিডিয়া ক্লাশরুম ব্যবহার  নিশ্চিতকরণের ব্যবস্থা নেয়া হয়েছে । 80  জন শিক্ষককে ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ প্রদানে সহায়তা প্রদান করা হয়েছে । এ ছাড়া জাতীয় স্কুল ও  মাদ্রাসা পর্যায়ে শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা, ২০১৭ ও ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন, ২০১৭ ও ২০১৮ সালের মাধ্যমিক ও দাখিল পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিচালনা,জাতীয় শিক্ষা সপ্তাহ,জাতীয় বিজ্ঞান মেলা, উন্নয়ন মেলা, ডিজিটাল মেলা উদযাপন , মা-সমাবেশ এবং সৃজনশীল মেধ্যা অন্বেষণ প্রতিযোগিতা নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া জাতীয় দিবস সমুহ যথাযথ মর্যাদার  সাথে পালন করা হয়ে থাকে।